শিবগঞ্জে পুলিশের ওপর হামলা: আরও ১৭ বিএনপি নেতাকর্মী গ্রেফতার

শিবগঞ্জে পুলিশের ওপর হামলা: আরও ১৭ বিএনপি নেতাকর্মী গ্রেফতার

শিবগঞ্জে পুলিশের ওপর হামলা: আরও ১৭ বিএনপি নেতাকর্মী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রবিবার (৭ আগস্ট) বিকেলে পৌর-উপজেলা কৃষকদলের ব্যানারে তেল, গ্যাস, সারসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, ঘনঘন লোডশেডিং এবং ভোলায় স্বেচ্ছাসেবকদলের নেতা আবদুর রহিম ও ছাত্রদল সভাপতি নূরে আলমের হত্যার প্রতিবাদে করেন।

বিক্ষোভ সমাবেশের সময় পুলিশের ওপর হামলা-ভাঙচুরের অভিযোগে আরও ১৭ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ আগস্ট) বিকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আটকদের মধ্যে কানসাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি টমাস উদ্দিন ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক রুবেল আলীসহ ১৭ জন রয়েছে।

শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, পুলিশের পক্ষ থেকে কর্তব্যরত পুলিশের ওপর হামলার ঘটনায় ফুটেজ দেখে শনাক্ত করে সোমবার রাতে বিএনপির ১৭ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এনিয়ে এ মামলায় ২৯ বিএনপি নেতাকর্মীকে আটক করা হলো।

এর আগে পুলিশের দায়ের করা মামলায় ৩০ জনকে এজাহারনামীয় ও ৯০-১০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করেন শিবগঞ্জ থানার এসআই শিহাব উদ্দিন।

টিএপি

Explore More Districts