শিক্ষার্থীদের সকল চার্জ কালেকশনের জন্য সোনালী ব্যাংকের সাথে সারদা সুন্দরী মহিলা কলেজের চুক্তিপত্র স্বাক্ষর
স্টাফ রিপোর্টার : সোনালী ব্যাংক পিএলসিএর অনলাইন সেবার মাধ্যমে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ,ফরিদপুর এর শিক্ষার্থীদের ফি/চার্জ আদায় করণ সম্পর্কিত একটি চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান গতকাল রবিবার (২৩ জুলাই) কলেজ অধ্যক্ষের কার্যালয়ে অনুষ্টিত হয়েছে। সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ মনজুরুল ইসলাম এর সভাপতিত্বে চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে খোকন চন্দ্র বিশ^াস, জেনারেল ম্যানেজার, জেনারেল ম্যানেজার’স অফিস, সোনালী ব্যাংক পিএলসি,ফরিদপুর এবং অধ্যাপক কাজী গোলাম মোস্তফা, অধ্যক্ষ, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ,ফরিদপুর স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিপত্রে স¦াক্ষর করেন।
চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে সোনালী ব্যাংক পিএলসি,প্রিন্সিপাল অফিস,ফরিদপুর এর ডেপুটি জেনারেল ম্যানেজার বিভাষ চন্দ্র হাওলাদার, সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজার’স অফিস, ফরিদপুর এর ডেপুটি জেনারেল ম্যানেজার সমির বিকাশ পাল,সোনালী ব্যাংক পিএলসি,ফরিদপুর কর্পোরেট শাখা, ফরিদপুর এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) শেখ আমির খসরু, সোনালী ব্যাংক পিএলসি,ফরিদপুর কর্পোরেট শাখা, ফরিদপুর এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার শরীফ মঞ্জুরুল হাসান, রুমিয়া আক্তার, সহকারী অধ্যাপক,দর্শন বিভাগ ও সাধারণ সম্পাদক, শিক্ষক পরিষদ, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ,ফরিদপুর সহঅন্যান্য গণ্যমাণ্যব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এখন থেকে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ এর সকল শিক্ষার্থীরা সোনালী ব্যাংক পিএলসিএর অনলাইন সেবার মাধ্যমে কলেজের সকল ধরনের ফি/চার্জ কম সময়ে ও দ্রæত পরিশোধ করতে পারবে।