শিক্ষার্থীদের দুই পক্ষের উত্তেজনায় বন্ধ ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ

শিক্ষার্থীদের দুই পক্ষের উত্তেজনায় বন্ধ ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফেনী জেলা ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টার দিকে শহরের শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিল করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শহিদ মিনার প্রাঙ্গনে সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন। এর কিছুক্ষণ পর রাত পৌনে ১১ টার দিকে শহরের বড় মসজিদ রোড থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি শহরের ট্রাংক রোড হয়ে মডেল থানা ঘুরে খেজুর চত্ত্বরে সমাবেশে মিলিত হয়।

এসময় ছাত্রদলের নেতাকর্মীরা ‘গুপ্তচরের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও ’ ‘গুপ্তচরের সন্ত্রাসীরা হুশিয়ার সাবধান, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’সহ নানা স্লোগানে এ বিক্ষোভ করেন।

এর আগে কুয়েটের শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে ও নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে বিক্ষোভ মিছিল ও শিক্ষার্থী সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম।

কুয়েটে হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন



এসময় শিক্ষার্থীরা ‘কুয়েটে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই,ছাত্রদলের কালোহাত ভেঙে দাও, গুড়িয়ে দাও,রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। কুয়েট তোমার ভয় নাই, আমরা আছি লাখো ভাই, সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও, ‘আপোষ না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম’ দালালী না রাজপথ, রাজপথ-রাজপথ’ কুয়েটে হামলা করে ইন্টেরিয়েম কি করে’ এমন নানা প্রতিবাদী স্লোগান দেয়।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেনীর অন্যতম সংগঠক আব্দুল কাইয়ুম সোহাগ বলেন, একটি ফ্যাসিবাদ দোসরের পতনের পরে বিগত সময়ে ছাত্রলীগ যেভাবে ক্যাম্পাসে ছাত্রদের উপর অত্যাচার দেখতে পেয়েছি সে কায়দায় সাধারণ ছাত্রদের ওপর হামলা হয়েছে। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা এত প্রাণ জরিয়েছি নতুন বাংলাদেশ গঠনের জন্য, কিন্তু এখনও সে আগের রুপ দেখা যাচ্ছে।

ইসলামী ছাত্র আন্দোলনের নাদের চৌধুরী বলেন, ছাত্রদল হোক আর যে হোক যারা ফ্যাসিবাদের কায়দায় আবির্ভাব হবে তাদের রুখে দেয়া হবে। ছাত্র ভাইদের উপর হামলার বিচার না করা হলে সরকারকেও এর জবাব দিতে হবে।

ছাত্রদলের সমাবেশে ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীনতা অর্জিত হলেও স্বৈরাচারী শেখ হাসিনার গুপ্তচর সংগঠন ছাত্রলীগ সেই ধারাবাহিকতায় আজও তারা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে।

তিনি বলেন, ছাত্রদল যখন তারেক রহমানের নির্দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয়তাবাদের বার্তা নিয়ে যাচ্ছিল ঠিক তখনই গুপ্তবাহিনী হামলা চালায়। শিক্ষার্থীদের ওপর হামলারকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদল বুকের তাজা রক্ত বিলিয়ে দেবে বলে উল্লেখ করেন তিনি।

ছাত্রদলের মিছিলে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জুয়েল, সাইফুল ইসলাম জিকু, দপ্তর সম্পাদক আরিফুল হক চৌধুরীসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Explore More Districts