শিক্ষার্থীদের গুপ্তহত্যার প্রতিবাদে নড়াইলে মশাল মিছিল

শিক্ষার্থীদের গুপ্তহত্যার প্রতিবাদে নড়াইলে মশাল  মিছিল

শিক্ষার্থীদের গুপ্তহত্যার প্রতিবাদে নড়াইলে মশাল  মিছিল

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নড়াইল জেলা শাখার সদস্য সচিব শাফায়াত উল্লাহ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক তুহিন মোল্লা, বিএম আকাশ, সংগঠক মিনহাজুল ইসলাম। সমাবেশে সংগঠনটির নড়াইল জেলা কমিটির আহ্বায়ক রাফায়েতুল হক তমালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব আব্দুর রহমান মেহেদী, আমিরুল ইসলাম রানা, যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম জেনি, নীরব আহমেদ নওয়াব, মুখপাত্র নুসরাত জাহান, রাশেদুল ইসলাম, সদস্য হাসিবুর রহমান প্রমুখ।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের গুপ্তহত্যাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানান। একইসাথে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে নিষিদ্ধের দাবি তোলেন। তাদের দাবি না মানলে পরবর্তীতে থানা ঘেরাও কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন।

Explore More Districts