নিজস্ব প্রতিনিধি:
পাবনা ইন্টারন্যাশনাল নার্সিং কলেজের শিক্ষার্থী কাওসার হোসেনকে কুপিয়ে আহত করার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আকমল হোসেন সৌরভকে গ্রেফতার এবং শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশন, পাবনা জেলার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মোস্তাফিজুর রহমান, মুজাহিদুল ইসলাম, জাহিদ হোসেন ও মারুফ আলীসহ কয়েকজন শিক্ষার্থী বলেন, শিক্ষার্থীরা বুকের তাজা রক্ত দিয়ে নতুন করে বাংলাদেশ স্বাধীন করেছে। সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চেয়েছিল শিক্ষার্থীরা, কিন্তু সেই সন্ত্রাসীদের হাতেই আজকে শিক্ষার্থীরা রক্তাক্ত হচ্ছে কিন্তু প্রশাসনের তেমন তৎপর দেখছি না। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। আসামিকে দ্রুত গ্রেফতার করা না হলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের সাহাপুর যশোদল এলাকায় পুর্ব শত্রুতার জেরে কাওসারকে কুপিয়ে আহত করে সৌরভ। আহত কাওসার সাহাপুর যশোদল এলাকার মৃত ইব্রাহিম হোসেনের ছেলে আর অভিযুক্ত সৌরভ পাবনা সদর হাসপাতালের কোয়ার্টারের বাসিন্দা আবু সাঈদের ছেলে এবং বুলবুল কলেজ ছাত্রলীগের নেতা।