১১ ডিসেম্বর ২০২৩ সোমবার ৮:৫৬:৩৮ অপরাহ্ন | ![]() ![]() ![]() ![]() |
ভান্ডারিয়ার স্কুলশিক্ষক ও ছাত্রীর প্রেমের সম্পর্কের ঘটনায় তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জানা গেছে, উপজেলার রাজপাশা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে ওই বিদ্যালয়ের বাংলা শিক্ষক মো. ইব্রাহীম কবীর প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি এড়িয়ে যাওয়াসহ বিভিন্ন অভিযোগে প্রধান শিক্ষককেও বরখাস্ত করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম বলেন, ‘সংশ্লিষ্ট বিষয়ে বিদ্যালয় থেকে তিন শিক্ষককে বরখাস্তের অনুলিপি পেয়েছি।’
অভিযুক্ত শিক্ষক ইব্রাহীম কবীর বলেন, ‘ঘটনাটি সত্য নয়। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।’
প্রধান শিক্ষক হারুন আর রশীদ বলেন, ‘সভাপতি আমার বিষয়ে আগে থেকে মনঃক্ষুণ্ন ছিলেন, সেজন্য এ ঘটনা ঘটেছে।’
বরখাস্ত অপর শিক্ষক সরস্বতি রানী হালদার বলেন, ‘আমাকে শুধু শুধু দোষারোপ করা হয়েছে। এ ব্যাপারে আমি কিছুই জানি না।’
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |