 
		
		
লিয়াকত হোসাইন লায়ন : শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী ২০% বাড়িভাড়া, ১৫শত টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা প্রজ্ঞাপন জারির দাবিতে ও জাতীয় প্রেসক্লাব ঢাকায় শান্তিপূর্ণ সমাবেশে শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ইসলামপুর উপজেলা এমপিওভূক্ত সকলস্তরের শিক্ষক কর্মচারীবৃন্দের আয়োজনে উপজেলা পরিষদ চত্তর ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষক ঐক্যজোটের সভাপতি ও গুঠাইল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ হান্নান মিয়ার সভাপতিত্বে এতে, শিক্ষক ঐক্যজোটের সাধারণ সম্পাদক রহুল আমিন, প্রধান শিক্ষক জহির উদ্দিন,ওসমান গনি,মাহবুবুর রহমান,জিয়াউল হক, মোজাহিদুল ইসলাম বিজয়,সেলিম মিয়া,সহকারী শিক্ষিকা মনোয়ারা বেগম প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা ঢাকায় প্রেসক্লাব সন্মূখে শিক্ষকদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদ জানিয়ে ও ন্যায্য সকল দাবি মেনে নিতে সরকারের সুদৃষ্টি কামনা করেন।
		
 
				