১৭ October ২০২৫ Friday ৮:৪৯:৩৭ PM | ![]() ![]() ![]() ![]() |
মির্জাগঞ্জ ((পটুয়াখালী) প্রতিনিধি:

এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষকদের আন্দোলনের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। তিনি বলেন, আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো বুঝিয়ে দেওয়া হবে।
শুক্রবার বেলা ১১টায় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলার শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসেন চৌধুরী এসব কথা বলেন।
মতবিনিময় অনুষ্ঠানে সুবিদখালী সরকারি কলেজের অধ্যক্ষ আক্তার উদ্দিনের সভাপতিত্বে তিনি আরও বলেন, বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন- আপনারা (শিক্ষকরা) যা-যা চেয়েছেন বিএনপি ক্ষমতায় এলে তা বুঝিয়ে দেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি জাফর ইমাম শিকদার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সয়েল সাইন্সের বিভাগীয় প্রধান ড. মো. দেলোয়ার হোসাইন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জাকির হোসেন ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কেএম আব্দুর রাজ্জাক প্রমুখ।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |