শিকলবন্দি সেই গৃহবধূকে চিকিৎসা সহায়তা প্রদান

শিকলবন্দি সেই গৃহবধূকে চিকিৎসা সহায়তা প্রদান

৩১ জানুয়ারি ২০২৪ বুধবার ৮:১১:৪৫ অপরাহ্ন

Print this E-mail this


গৌরনদী(বরিশাল)প্রতিনিধিঃ

শিকলবন্দি সেই গৃহবধূকে চিকিৎসা সহায়তা প্রদান

 ‘শিকলবন্দি ৪ সন্তানের জননী’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের সালতা গ্রামের গৃহবধূ নাজমার চিকিৎসা সহায়তায় ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় নাজমার বাড়িতে গিয়ে তার বাবার হাতে সহায়তার অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু আবদুল্লাহ খান।

এ সময় তিনি বলেন, মানসিক ভারসাম্যহীন শিকলবন্দি নাজমার সংবাদ দেখে নাম প্রকাশে অনিচ্ছুক প্রবাসীরা ৪৭ হাজার ৫০০ এবং এক জনপ্রতিনিধি দুই হাজার ৫০০ টাকা তার সুচিকিৎসার জন্য আমার কাছে পাঠিয়েছেন, যা তার বাবার হাতে তুলে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ওই গৃহবধূকে সুচিকিৎসার মাধ্যমে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নুর আলম সেরনিয়াবাত, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল আলিম, অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আব্দুস সালামসহ আরও অনেকে।

উল্লেখ্য, গত তিনবছর আগে স্বামীর মৃত্যুর পরপরই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন চার সন্তানের জননী নাজমা। এরপর দুই বছর ধরে নিজ বাড়িতে অর্থাভাবে বিনা চিকিৎসায় শিকলবন্দি হয়ে জীবন কাটছে তার।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts