শাহীনার চিকিৎসার্থে এগিয়ে আসুন

শাহীনার চিকিৎসার্থে এগিয়ে আসুন

শাহীনা আক্তারের (১৮) হার্টের অসুখ। ডাক্তাররা বলেছেন, খুব শিগগির অপারেশন করার। কিন্তু দিনমজুর বাবার পক্ষে অপারেশনের টাকা যোগাড় করা অসম্ভব ব্যাপার।

শাহীনা যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা গ্রামের আবু বকর শেখের মেয়ে। নাতনির চিকিৎসার জন্যে এখন দ্বারে দ্বারে ঘুরছেন নানি রাহেলা বেগম।

তিনি বলেন, গত বছরের ডিসেম্বর মাসে শাহীনার হার্টের সমস্যা ধরা পড়ে। কিন্তু গরিব বাবার পক্ষে মেয়ের ওষুধ কেনাও দুরূহ হয়ে পড়েছে।

তিনি জানান, মেয়ের মা লিপি বেগমের ডান পাশ প্যারালাইজড। সেও বিছানায়। এমতাবস্থায় মেয়ের জীবন বাঁচাতে তিনি সমাজের বিত্তবান মানুষের কাছে সহযোগিতা প্রত্যাশা করেছেন।

সাহায্য পাঠানোর জন্যে বিকাশ: ০১৯৮৯ ৮৮১০৪৬

Explore More Districts