শাহরাস্তির মেহের ডিগ্রি কলেজে ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন

শাহরাস্তির মেহের ডিগ্রি কলেজে ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে শাহরাস্তির ঐতিহ্যবাহী মেহের ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) সকালে কলেজ মিলনায়তনে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের উপস্থিতিতে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। কলেজ অধ্যক্ষ মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ক্লাস উদ্বোধন করেন কলেজ গভর্নিং বডির দাতা সদস্য মো. আয়েত আলী ভূঁইয়া।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি মো. আবু ইউসুফ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আজকে এখানে এসে ভালো লাগছে। আমার সামনে ফুটন্ত ফুলগুলো বসে আছে। তারাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। মনে রাখতে হবে, তোমাদের সর্বপ্রথম মা-বাবার পাশে দাঁড়াতে হবে। এরপর সমাজের প্রতি অবদান রাখতে হবে। এই দেশ তোমাদের কাছে অনেক কিছু প্রত্যাশা করে। তিনি বলেন, তোমাদেরকে চরিত্রবান, মাদকমুক্ত হতে হবে। এই কলেজটিকে মাদকমুক্ত রাখতে তোমাদের সহযোগিতা চাই। আমি তোমাদের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম, তোমাদের সাথে আমাদের সম্পর্ক হলো বন্ধুত্বের সম্পর্ক। আমরা সেই সম্পর্ক বজায় রেখে একে অপরের সহযোগিতা নিয়ে এগিয়ে যাবো।

সহকারী অধ্যাপক নাসিমা আক্তার চৌধুরীর সঞ্চালনায় ওরিয়েন্টেশনে আরো উপস্থিত ছিলেন, গভর্নিং বডির সদস্য ইকবাল হোসেন, গাজী কবির মেহেরী, জাকির হোসেন ও উপজেলা যুবদলের সদস্য সচিব এহতেশামুল হক।
উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ জিয়াউদ্দিন চৌধুরীসহ সকল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/ ১৫ সেপ্টেম্বর ২০২৫

Explore More Districts