শাহরাস্তিতে নিষিদ্ধ ভেসাল জাল পুড়িয়ে ধ্বংস

শাহরাস্তিতে নিষিদ্ধ ভেসাল জাল পুড়িয়ে ধ্বংস

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ভেসাল জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) উপজেলার বিভিন্ন খাল-বিলে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা’র নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার। অভিযানে খালের স্বাভাবিক পানিপ্রবাহে বাধা সৃষ্টি এবং ছোট মাছ নিধনের জন্য ব্যবহৃত নিষিদ্ধ ভেসাল জালসমূহ চিহ্নিত করে তা অপসারণের নির্দেশ প্রদান করা হয়।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল সাদাফ, শাহরাস্তি থানার সাব-ইন্সপেক্টরসহ সঙ্গীয় পুলিশ ফোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জব্দ করা জালগুলো একই দিন রাতেই উপজেলা পরিষদ চত্বরে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানায়, মাছের প্রাকৃতিক প্রজনন ও চলাচল রক্ষার লক্ষ্যে এবং জনসচেতনতা বৃদ্ধির জন্যই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা।

স্থানীয় জনগণ প্রশাসনের এই উদ্যোগে স্বাগত জানান। এবং সময়োপযোগী ও প্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন। প্রশাসনের এ ধরনের পদক্ষেপে মাছের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ নিশ্চিত হবে এবং ভবিষ্যতে মৎস্য সম্পদ বৃদ্ধি পাবে।

প্রতিবেদক: মো:জামাল হোসেন,১১ জুলাই ২০২৫

Explore More Districts