মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক
মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে গ্রামীন জনগোষ্ঠীর উন্নয়নের প্রচার কার্যক্রম শক্তিশালী করন শীর্ষক প্রকল্পের আওতায় আজ সকাল ১১টায় শালিখা উপজেলা পরিষদ মিলনায়তনে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ -উল-হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ কামাল হোসেন।স্বাগত বক্তব্য রাখেন মাগুরা জেলা তথ্য কর্মকর্তা রেজাউল করিম, এছাড়া বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বাবুল আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার , উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সাবানা,উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা দীপ্তি রাণী কর,আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার প্রমুখ।

এ সময় উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে বক্তারা বলেন, আপনারা যদি উন্নয়নমূলক কর্মকান্ডে অংশ নেন তাহলে একদিকে আপনার পরিবার অপরদিকে দেশ উন্নয়ন দিকে ধাবিত হবে। পাশাপাশি নিজেদের সন্তানদের প্রতি যত্নবান হওয়ার আহ্বানও জানান তারা। বক্তারা বলেন আপনার সন্তানদের কাঁধে চড়ে আলোকিত হবে আগামীর বিশ্ব।
মহিলা সমাবেশে উপজেলার বিভিন্ন গ্রামের দুই শতাধিক নারী অংশ গ্রহন করেন।
পোষ্ট শেয়ার করুন
Related