শালিখায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন। Magura news

শালিখায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-

“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালিখায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভা, র‌্যালি পুরষ্কার বিতরনী ও মাছের পোনা অবমুক্তকরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপিত হয়েছে।

আজ সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসান এর সভাপতিত্বে  প্রধান অথিতি ছিলেন মাগুরা- ২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, বিশেষ অতিথি ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: কামাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে তহমিনা মিতু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড শ্যামল কুমার দে, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইলিয়াচুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সাবানা,শালিখা থানা অফিসার ইনচার্জ বিশারুল ইসলাম । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার।  এছাড়াও  উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন অঞ্চলের মৎস্য চাষী, মৎস্য ব্যবসায়ী প্রমূখ উপস্থিত ছিলেন ।

এ সময় বক্তারা বলেন, মৎস্য চাষ করে একদিকে যেমন সাবলম্বী হওয়া যায়, অপরদিকে প্রাণীজ আমিষের চাহিদা পূরনেও পরিপূক ভূমিকা রাখা যায়। তাই মৎস্য চাষ করে দেশ ও দশের কল্যানে নিজেদেরকে অংশ নেওয়ার উদ্যত আহবান জানান তারা। অনুষ্ঠান শেষে মৎস্য চাষে নারী উদ্যোক্তা হিসেবে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, দেশীয় প্রজাতীর মাছ চাষে সফল হওয়ায় শংকর কর এবং বাহারি মাছ চাষে সফল হওয়ায় আব্দুল কাদের সর্দারকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Explore More Districts