শালিখায় গাছসহ গাঁজাচাষী আটক। Magura news

শালিখায় গাছসহ গাঁজাচাষী আটক। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-

শালিখায় গাঁজা গাছ সহ মামুন হোসেন (৩২) নামে এক যুবককে  আটক করেছে শালিখা থানা পুলিশ। বুধবার বিকালে উপজেলার শতখালী ইউনিয়নের বয়রা গ্রামের নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। আটক মামুন হোসেন শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের বয়রা গ্রামের বদিয়ার সরদারের ছেলে।

শালিখা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানার অফিসার ইনচার্জ  বিশারুল ইসলামের নির্দেশনায় এস আই রাকিবুল ইসলাম এর নেতৃত্বে শালিখা থানা পুলিশের একটি টিম বুধবার  সময় বয়রা গ্রামে অভিযান চালিয়ে মামুনের নিজ বাড়ি থেকে সাড়ে ১০ ফুট লম্বা গাঁজা গাছ সহ তাকে আটক করে।

শালিখা থানা অফিসার ইনচার্জ বিশারুল ইসলাম বলেন, গাঁজার গাছসহ আটককৃত মামুনের বিরুদ্ধে অবৈধ মাদকদ্রব্য গাঁজা গাছ বিক্রয়ের উদ্দেশ্যে রোপন ও পরিচর্যা করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আজ বৃহস্পতিবার সকালে তাকে মাগুরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Explore More Districts