শালিখায় কারেন্ট জাল ও চায়না দোয়াড় জব্দ। Magura news

শালিখায় কারেন্ট জাল ও চায়না দোয়াড় জব্দ। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক –

মাগুরার শালিখায়  উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে আড়পাড়া বাজারে গোপন সুত্রে খবর পেয়ে আড়পাড়ার পার্শবর্তী কেচুয়াডুবি গ্রামে মহেন্দ্রপদ ঘোষ এর ছেলে সত্যপদ ঘোষের ভ্যানে বহন করা ৭১ (১২৭৮০ মিটার) পিছ অবৈধ্য কারেন্ট জালও ৮ পিছ চায়না দোয়াড় জাল ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জব্দ করে। যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম মোঃ বাতেন। তিনি মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় সত্যপদ ঘোষকে ৫ হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দ কৃত অবৈধ জাল আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ শারমিন আক্তার, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, ক্ষেত্র সহকারী সোহেল রানা, খন্দকার এজাজ হোসেন ও দেবাশীষ বিশ্বাস, ইউএনও অফিসের প্রসেস সার্ভেয়ার ওলিয়ার রহমান প্রমূখ।

Explore More Districts