মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখায় মাহে রমজান উপলক্ষে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও দোয়া কামনায় ইফতার ও দোয়া মাহফিল উপলক্ষ্যে
বুধবার (২৬শে মার্চ) বিকালে উপজেলার সিমাখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আনিসুর রহমান মিল্টন মুন্সী৷ প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ঢাকা মাহনগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মেদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মাগুরা জেলা বিএনপির সদস্য মোজাফফর হোসেন টুকু,শতখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ত্র্যাড. ইকলাচুর রহমান, উপজেলা জিয়া পরিষদের সভাপতি ইমদাদুল ইসলাম টিকো,উপজেলা যুবদলের আহবায়ক মুন্সী সোহেল রানা,জেলা যুবদলের সহসভাপতি মোঃ কায়জার হোসেন,কৃষক দলের সদস্য সচিব তুহিন মুন্সি, ছাত্রদলের আহবায়ক সুজায়েত হোসেন সজিব,সদস্য সচিব তিতাষ বিশ্বাস৷ এছাড়াও বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেছেন, বাংলাদেশের জনগণ চায় ভাতের অধিকার, ভোটের অধিকার, দুবেলা দুমুঠো খাবারের নিশ্চয়তা। আর মানুষের এই মৌলিক অধিকারকে নিশ্চিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মনে রাখবেন যে শিশুটি মায়ের কোলে, সেও একবার জিয়া বলে।
অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া কামনা করে রবিউল ইসলাম নয়ন বলেন, রমজান মাসে আল্লাহ রহমতের দ্বার উন্মুক্ত করে দেন। তাই আপনারা একে অপরের জন্য দোয়া করবেন আল্লাহ যেন মাহে রমজান মাসের ওসিলাই আমাদের সবাইকে ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন এবং হালাল খাবার খাওয়ার তৌফিক দান করেন। পাশাপাশি খালেদা জিয়াকে সুস্থতা দান করে আবারো আমাদের মাঝে ফিরিয়ে দেন।
পোষ্ট শেয়ার করুন