মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়” এই স্লোগানকে সামনে রেখে মাগুরার শালিখায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ উপজেলা প্রশাসন আয়োজিত আজ বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন৷ বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার আবুল হাসনাত, নির্বাচন অফিসার বাদল চন্দ্র অধিকারী, সমাজ সেবা অফিসার নাসিমা খাতুন, সিএনআরএস এর সাইট অফিসার শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের সভাপতি,অধ্যাপক মাওলানা আফসার আলী,বাংলাদেশ ইসলামী আন্দোলন শালিখা শাখার সভাপতি মাওয়ালা মোঃ ওসমান গণী সাঈফী,উপজেলা জামায়াতের সহ সেক্রেটারী মোঃ নায়েব আলী বিশ্বাস, ইউপি চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস, জেলা বিএনপির সদস্য মোঃ মোতালেব হোসেন শিকদার, প্রধান শিক্ষক আলি আহসান, বীর মুক্তিযোদ্ধা কেনায়েত হোসেন,আড়পাড়া বণিক সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায়, উপজেলা ছাত্রদলের আহবায় সুজায়েত হোসেন সজিব, শালিখা প্রেসক্লাবের সধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ প্রমূখ৷ আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ মিলনায়তনে ৫০ টি বৃক্ষ রোপন করা হয়।
পোষ্ট শেয়ার করুন