মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
“অধিকার, সমতা,ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্য স্লোগান’কে সামনে রেখে সারাদেশের ন্যায় মাগুরার শালিখায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। আজ শনিবার (৮ মার্চ) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বনি আমিন৷ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়াল। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, সমাজ সেবা অফিসার মোছাঃ নাসিমা খাতুন,আনসার ভিডিপি কর্মকর্তা মরজিনা খাতুন,শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া,সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ প্রমূখ৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কিশোর কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক শুভ্রত কুমার বিশ্বাস৷
পোষ্ট শেয়ার করুন