শার্শায় যুবকের বিরুদ্ধে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ

শার্শায় যুবকের বিরুদ্ধে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ




শার্শা (যশোর) প্রতিনিধি ।। যশোরের শার্শায় নেশাখোর যুবকের বিরুদ্ধে ৬ বছরের এক শিশু ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শার্শার লক্ষনপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামে। অভিযুক্ত যুবক সামাজিক বিচার এড়াতে ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

জানাগেছে, গত ২৬ সেপ্টেম্বর শার্শার লক্ষনপুর গ্রামের মাদকাসক্ত আসাদুজ্জামান আশা (২৬) প্রতিবেশি শিশু কন্যাকে একা পেয়ে মিষ্টি দেওয়ার প্রলোভন দেখিয়ে তার ঘরে নিয়ে যায়। এরপর লম্পট আশা শিশুটির মুখ চেপে ধরে ধর্ষনের চেষ্টা করে। শিশুটি চিৎকার দিয়ে ঘর থেকে বেরিয়ে বাড়িতে এসে তার মাকে ঘটনাটি জানায়। এর পর থেকে মিলন পলাতক রয়েছে। ধর্ষণ চেষ্টাকারী আসাদুজ্জামান আশা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
এদিকে ঘটনাটি জানাজানি হলে গ্রামের একটি প্রভাবশালী মহল বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। কাউকে না জানাতে ও থানা পুলিশকে না বলতে প্রভাবশালী মহল শিশুটির পিতা কে ভয় দেখাচ্ছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খান এর কাছে জানতে চাইলে তিনি বলেন তার কিছু জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্ত করে অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





Explore More Districts