যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন বলেছেন, শেখ হাসিনার জন্ম না হলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের কাজ জাতি চোখে দেখতো না। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আজ ক্ষমতায় থাকায় দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। বিশ্বের দরবারে দেশ আজ মাথা তুলে দাড়িয়েছে। দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বদানকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে। তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতী নদীর তিরে টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি।
জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শার্শা উপজেলা আওয়ামী লীগ মঙ্গলবার বিকেল ৩টায় জেলা পরিষদের অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ ছাড়াও, স্থানীয়ভাবে বাদ জোহর শার্শার প্রতিটি মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণেই করোনা মহামারির মধ্যেও দেশের অর্থনীতির চাকা সচল থাকায় আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এশিয়ার প্রায় সব দেশের উপরে।’ বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, যুবলীগের সভাপতি ওয়াহিদুজ্জামান অহিদ, সাধারণ সম্পাদক সোহারাব হোসেন, আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল, আয়নাল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। এ সময় শার্শা কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন। -সংবাদ বিজ্ঞপ্তি