শার্শার কায়বা সীমান্ত থেকে উইনসিরেক্স নেশা জাতীয় সিরাপ সহ তিনজন আটক

শার্শার কায়বা সীমান্ত থেকে উইনসিরেক্স নেশা জাতীয় সিরাপ সহ তিনজন আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি: খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি এর অধীনস্থ কায়বা বিওপি সদস্যরা ৪০ বোতল ভারতীয় উইনসিরেক্স সিরাপ এবং ১ টি ইজিবাইকসহ ৩ জনকে আটক করেছে।সোমবার (১ ডিসেম্বর)সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের সাবদার আলীর ছেলে ফারুক হোসেন (৩৭) একই গ্রামের তলেখ মোড়ল এর মেয়ে মনোয়ারা খাতুন (৫০) শার্শা থানার অগ্রভুলোট গ্রামের সাহেব আলীর মেয়ে রোজিনা খাতুন।
খুলনা ২১ ব্যাটালিয়নের বিজিবি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার জানান, কায়বা সীমান্ত বিজিবির টহল দল অভিযান চালিয়ে ভারতীয় ৪০ বোতল নেশা জাতীয় উইনসিরেক্স সিরাপ একটি ইজিবাইক সহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতদের মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

Explore More Districts