খেলাধুলা মানুষের সামাজিক জীবনে একটি গুরুতপূর্ন ভুমিকা পালন করে শারীরিক ও মানসিক সুস্থতার জন্য খেলাধূলা অপরিহার্য । এই ধারবাহিকতা বজায় রাখার লক্ষ্যে কচুয়া উপজেলার পালগিরি গ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন কারী কচুয়া উন্নয়নে চলমান এবং ভবিষ্যৎ কান্ডারী বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সদস্য ডাঃ মোঃ আমিনুল ইসলাম অক্লান্ত পরিশ্রম মেধা যোগ্যতা ও অভিজ্ঞতার আলোকে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ২৭ টি শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে স্কুল কলেজ , মাদ্রাসার অনুকূলে গত ৩ জুলাই জাতীয় ক্রীড়া পরিদপ্তর হইতে ৮৩ টি ফুটবল, ২৪ টি ভলিবল,১২ টি ভলিবল সেট,২ টি ক্রিকেট সেট,২ টি টেপ টেনিস ক্রিকেট সেট, ৬ টি ব্যাডমিন্টন সেট,২৪ টি হ্যান্ডবল, ৫ টি দাবা সেট ও ১ টি ক্যারাম বোর্ড বরাদ্দ করে আনেন। যাহা কচুয়ার ইতিহাসে এতগুলো খেলাধূলার সামগ্রী পূর্বে কারো পক্ষে বরাদ্দ আনা সম্ভব হয়নি। মহান আল্লাহর রহমত ও বরকতে আগামী ১২ জুলাই ২০২৫ রোজ শনিবার কচুয়ার যে কোন হাই স্কুল মাঠে বিতরণ করা হবে। ইনশাআল্লাহ। আমরা কচুয়া বাসী সকলে মনে রাখবো জয় যত কঠিন, জয়ের আনন্দ তত বেশী।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু, ৫ জুলাই ২০২৫