শারদীয় দুর্গোৎসবের সপ্তমীতে চলছে দেবীদর্শন ও আরাধনা

শারদীয় দুর্গোৎসবের সপ্তমীতে চলছে দেবীদর্শন ও আরাধনা

রমনা কালীমন্দিরের চত্বরে দাঁড়িয়ে কথা বললেন পূজা কমিটির আহ্বায়ক তপন কুমার বসু। তিনি বলেন, আনুষ্ঠানিকতা শুরু হয়েছে পঞ্চমীর মধ্য দিয়ে। ষষ্ঠীতে মা আসনে বসেছেন। সপ্তমীতে ঘট স্থাপন করা হয়েছে। আয়োজন নিয়ে সন্তুষ্ট জানিয়ে তিনি বলেন, ‘এবারের নিরাপত্তাব্যবস্থা যথেষ্ট ভালো। মানুষ নির্বিঘ্নে মন্দিরে যাচ্ছে, দেবীদর্শন করছে।’

দুর্গোৎসবকে ঘিরে রমনা কালীমন্দির প্রাঙ্গণে শাখা-সিঁদুর, পূজার বিভিন্ন উপাচারসহ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ভ্রাম্যমাণ বিক্রেতারা। উপস্থিত হয়েছেন খাবারের বিক্রেতারাও। তবে দুপুরে দেখা গেল, এসব দোকানের চেয়ে মূল মন্দিরের সামনেই ভক্তদের ভিড় বেশি।

Explore More Districts