সিলেট বিভাগে প্রবেশদ্বার হবিগঞ্জর মাধবপুর ও শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে সামনে একই চাঁদের নীচে হাইওয়ে ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্যাম্প চালুর পর থেকে বদলে গেছে মহাসড়ক এবং শিল্প এলাকার নিরাপত্তা ব্যবস্থা । হাইওয়ে ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্যাম্প উদ্বোধনের এক সপ্তাহে মধ্যে এলাকায় এসেছে দৃশ্যমান পরিবর্তন ।
অলিপুর এলাকায় ব্যবসায়ী ও স্থানীয়দের সাথে সাথে আলাপকালে জানা যায় , ঢাকা – সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকায় দীর্ঘ দিন ধরে যানজটের কারণে সাধারণ মানুষ , পথচারী, পরিবহন ও ব্যবসায়ীদের ভোগান্তির কারণ ছিল । অথচ একই চাঁদের নীচে দুটি পুলিশ ক্যাম্প উদ্বোধনের পর থেকে হাইওয়ে পুলিশের পূর্ণ নিয়ন্ত্রণে আসে এ মহাসড়ক । সরজমিনে গিয়ে দেখা যায় , অলিপুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকায় ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে দেখা যায় না যাত্রী ও পরিবহন চালকদের । এ পুলিশ ক্যাম্প স্থাপনে চিন্তাইকারী ও মাদকব্যবসায়ীরা পালিয়ে গেছে ।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন , তিন পালায় ২৪ ঘন্টা চেক পোস্ট কার্যক্রম চালাচ্ছে হাইওয়ে পুলিশ । এতে যেমন চোরাচালান ও ফিটনেস বিহীন গাড়ি নিয়ন্ত্রণে এসেছে । তেমনি সরকারের রাজস্ব আয়ও বেড়েছে । চলতি বছর জুলাই মাসে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা প্রসিকিউটর দিয়েছিল ১০৭ টি । আগস্ট মাসে দুটি পুলিশ ক্যাম্প উদ্বোধন পর এখন সেই সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৬৯ – এ। শুধু তাই নয় পুলিশ ক্যাম্প উদ্বোধনের পর শ্রমিকরা নিরাপদ , পথচারী নিরাপদ , ব্যবসায়ীদের নিরাপদ , মাদক বিক্রি ও ছিনতাই বন্ধ হয়েছে । শুধু মহাসড়ক নয় , ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্যাম্প চালুর পর থেকে নিরাপদ হয়েছে শিল্প এলাকা। প্রাণ আর এফ এল , বাদশা গ্রুপ , স্কয়ার ড্যানিং, যমুনা গ্রুপ , আর কে সিরামিক , সহ অনেক শিল্প প্রতিষ্ঠান রয়েছে এ দুটি উপজেলায় । দুই উপজেলায় প্রতিষ্ঠানে শ্রমিক কর্ম করছে প্রায় দুই লক্ষাধিক । প্রাণ আর এফ এল এর শ্রমিক সাহিদুল ইসলাম সহ আরো কয়েকজন শ্রমিক বলেন , আগে মাস শেষে শ্রমিকরা বেতন নিয়ে নারী-পুরুষরা ফিরতে গিয়ে ছিনতাইকারীদের কবলে পড়তে হতো । তা এখন ছিনতাই কারী নেই । শিল্প মালিকরা ও নিজেদের নিরাপদ মনে করছেন ।
অলিপুর বেশ কয়েকজন স্থানীয় ব্যবসায়ী বলেন , দুটি পুলিশ ক্যাম্প স্থাপনের পর এলাকায় অনেক শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আসছে । যানজট ও ছিনতাই কমে যাওয়ায় সকলের মনে শান্তি ফিরে এসেছে ।
ব্যবসায়ী রতন ও নুরপুর ইউনিয়নে আলগাপুর এলাকার রাজমিস্ত্রী ঠিকাদার মোঃ শাহাবুদ্দিন জানান , আমরা বহুদিন ধরে এখানে পুলিশ ক্যাম্প চেয়েছিলাম । অবশেষে তা বাসতবায়ন হওয়ায় এখন সবাই স্বস্তিতে আছি ।
হাইওয়ে পুলিশ সিলেট রিজিওন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বলেন , মাধবপুর ও শায়েস্তাগঞ্জ উপজেলায় মহাসড়কে প্রবেশদার । প্রতিদিন শত শত পথযাত্রী, শত শত যাত্রী , শত শত শ্রমিক ও শত শত পণ্যবাহী ট্রাক , যাত্রীবাহী এই মহাসড়ক ব্যবহার করে। মহাসড়ক ও শিল্প এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এই পুলিশ ক্যাম্প ছিল সময়ের দাবি । উদ্বোধনের পর থেকে ইতিবাচক ভালো ফল পাচ্ছি । এখন অনেক যানজট কমেছে । চোরাচালান নিয়ন্ত্রণে এসেছে । প্রসিকিউটর বেড়েছে কমেনি এবং শ্রমিকরা ও নিরাপদ বোধ করছেন । স্থানীয় জনগণ ও ব্যবসায়ীরা অনেক সহযোগিতা করছে । যা অনেক প্রশংসনীয় । বর্তমানে অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প দায়িত্বে রয়েছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী সহ অনেক পুলিশ সদস্য ।