শায়েস্তাগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও পরিচিতি ও মতবিনিময় – Habiganj News

শায়েস্তাগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও পরিচিতি ও মতবিনিময় – Habiganj News

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) পল্লব হোম দাস।

বুধবার (০৬ নভেম্বর)  বিকাল ৪ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

এতে শায়েস্তাগঞ্জ উপজেলা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা অংশ নেন শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন , সহ-সভাপতি সৈয়দ আজিজুর রহমান সয়ফুর , সাধারণ সম্পাদক কামরুল হাসান , উপজেলা মডেল প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আশরাফ উদ্দিন মামুন , উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শাহ মোঃ হুমায়ুন কবির , উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর , উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ মিজানুর রহমান সুমন , সাধারণ সম্পাদক মোঃ মহিন শিপন , প্রেস ক্লাবের সদস্য শাহ মোঃ মোস্তফা কামাল , আব্দুস শহিদ প্রমূখ ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাস বলেন , যে কোনো সমস্যা অন দ্যা স্পট সমাধানে আমি বিশ্বাসী । শায়েস্তাগঞ্জ উপজেলায় আমি নতুন যোগদান করেছি । তাই সব বিষয় জানতে ও বুঝতে আমার একটু সময় লাগবে । সততার সাথে কাজ করতে আমি বদ্ধ পরিকর । উপজেলা সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে । তাই উপজেলা সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন ।

তিনি আরো বলেন , সাংবাদিকরা সমাজের দর্পণ স্বরুপ । তাই উপজেলা উন্নয়ন কর্মকান্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি শায়েস্তাগঞ্জ উপজেলা একটি মডেল উপজেলা হিসেবে গড়ার কাজ করবো । আমার দরজা সব সময় খোলা থাকবে । যেকোনো কাজে সবাই নিরদ্বিধায় আমার অফিসে আসতে পারেন । এই জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন । তিনি প্রথম কর্মক্ষেত্র ছিল চট্টগ্রাম জেলা রাঙামাটি উপজেলা ও সিলেট জেলার জকিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা হিসেবে ছিলেন । এর আগে তিনি হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে নেজারত শাখা ডেপুটি কালেক্টর ( এনডিসি) হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি ৩৫ তম ব্যচ এর বিসিএস ।

পল্লব হোম দাস সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার মাহমুদনগর গ্রামের বাসিন্দা । ২০২৩ সালে তিনির হাতে লিখা একটি কবিতা বই প্রকাশ হয় ” আধখানা চাঁদে ভরে না আকাশ “।

Explore More Districts