স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় বাসচাপায় মানিক মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার অলিপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মানিক মিয়া উপজেলার বাখরপুর গ্রামের মৃত মালই মিয়ার ছেলে।
নিহতের পরিবার জানায়, ওলিপুর এলাকার স্কয়ার কোম্পানির সামনে সিলেটগামী একটি যাত্রিবাহী বাস মানিক মিয়াকে চাপা দিয়ে চলে যায়। তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়।
The post শায়েস্তাগঞ্জে বাসচাপায় পথচারী নিহত appeared first on দৈনিক খোয়াই । The Daily Khowai.