হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, ০৩ সেপ্টেম্বর (বুধবার) রাত আনুমানিক ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক টিম থানা এলাকায় অভিযান চালায়। এসময় তিনজন মাদক কারবারিকে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো—
১। মোঃ শিপন মিয়া (২২), পিতা-মৃত আব্দুল জলিল @ আব্দুল গণি, মাতা-আমেনা খাতুন, সাং-রামচন্দ্রপুর, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ।
২। মোঃ হাবিবুর হাওলাদার (২৪), পিতা-মৃত চাঁন মিয়া হাওলাদার, মাতা-ফাতেমা বেগম, সাং-কাজুলিয়া, থানা-গোপালগঞ্জ, জেলা-গোপালগঞ্জ।
৩। কাজী সোহেল রানা (৩৪), পিতা-মৃত কাজী মোকাদ্দেছ আলী, মাতা-মৃত সোমা বেগম, সাং-খামার ধল্লা, থানা-নাগরপুর, জেলা-টাঙ্গাইল।
এ ঘটনায় শায়েস্তাগঞ্জ থানায় এফআইআর নং-৩, তারিখ-০৩ সেপ্টেম্বর ২০২৫; জি আর নং-৬৫, তারিখ-০৩ সেপ্টেম্বর ২০২৫ এর অধীনে মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়ের করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা-৩৬(১) সারণির ১০(ক) অনুযায়ী।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।