শাবিপ্রবিতে মানচিত্র অধ্যয়নের গুরুত্ব বিষয়ক সেমিনার

শাবিপ্রবিতে মানচিত্র অধ্যয়নের গুরুত্ব বিষয়ক সেমিনার

শাবিপ্রবিতে মানচিত্র অধ্যয়নের গুরুত্ব বিষয়ক সেমিনার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফী এন্ড এনভায়রনমেন্ট বিভাগের উদ্যোগে “মানচিত্র অধ্যয়নের গুরুত্ব” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ১ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন ‘এ’ এর ১২৯ নং গ্যালারী কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

এ সেমিনারে বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফী এন্ড এনভায়রনমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড.আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ আইনজীবী সমিতি, প্যানেল আইনজীবী এবং আইন ও সালিস কেন্দ্রের সদস্য এডভোকেট মো. আব্দুল আলীম তালুকদার

সেমিনারে মুখ্য আলোচকের বক্তব্যে তিনি বলেন, জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের মাধ্যমিক স্কলের বিভিন্ন বইয়ের মানচিত্রের ভূলগুলো শনাক্ত করেন। সেইসাথে ভুলগুলো সংশোধনের জন্য তিনি বিভিন্নভাবে আবেদন করেন। যার ফলে এসব ভুলগুলো সংশোধন করেছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড।

এসময় বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফী এন্ড এনভায়রনমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক রনি বসাক ও সহকারী অধ্যাপক মোঃ নাজমুল কবিরসহ বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

ডিএস/এসএ

Explore More Districts