শাবিতে ‘সুশৃঙ্খল জীবনই সফলতার মূলমন্ত্র’ শীর্ষক সেমিনার

শাবিতে ‘সুশৃঙ্খল জীবনই সফলতার মূলমন্ত্র’ শীর্ষক সেমিনার

শাবিতে ‘সুশৃঙ্খল জীবনই সফলতার মূলমন্ত্র’ শীর্ষক সেমিনার

শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দর জীবনযাপনের গুরুত্ব ও প্রয়োজনীতা সম্পর্কে ধারণা দিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট (জিইই) বিভাগের উদ্যোগে ‘সুশৃঙ্খল জীবনই সফলতার মূলমন্ত্র’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। জিইই বিভাগের সহকারী অধ্যাপক মো. নাজমুল কবিরের সঞ্চালনায় এবং বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো.আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী এবং সেমিনারের আলোচক হিসেবে জিইই বিভাগের ছাত্র উপদেষ্টা ও সহকারী অধ্যাপক  মো. তরীকুল ইসলাম এবং সহকারী অধ্যাপক সৈয়দা আয়েশা আক্তার বক্তব্য রাখেন। সেমিনারে ড. রাশেদ তালুকদার বলেন, বিশ্ববিদ্যালয় একটি পরিবারের মত। সিনিয়র জুনিয়র ছাত্রদের মধ্যে সম্প্রীতি দরকার আছে। সবাই যদি অশৃঙ্খল হয়ে যায়, তখন কিছুই থাকবে না।

সফলতা পেতে হলে পড়াশোনা করতে হবে। এটা তোমাদের জীবনে শৃঙ্খলা নিয়ে আসবে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, কথায় কিংবা কাজের মাধ্যমে কাউকে কষ্ট দিয়ো না। এতে একজনের মধ্যে হতাশা আসবে। এ থেকে ঘটতে পারে বড় দুর্ঘটনা৷ জিইই বিভাগ সম্পর্কে তিনি বলেন, এ বিভাগের শিক্ষকরা নিজেদের মেধা ও শ্রম দ্বারা তোমাদের পাশে আছে। ভবিষ্যতেও থাকবে। তোমাদের উচিত তাদেরকে সম্মান ও শ্রদ্ধা করা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

ডিএস/বিআরএন

Explore More Districts