শাবিতে ছাত্রীসংস্থার ফ্রি মেডিক্যাল ক্যাম্প ৫ নভেম্বর

শাবিতে ছাত্রীসংস্থার ফ্রি মেডিক্যাল ক্যাম্প ৫ নভেম্বর

শাবিতে ছাত্রীসংস্থার ফ্রি মেডিক্যাল ক্যাম্প ৫ নভেম্বরশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আয়োজিত ‘ফ্রি মেডিকেল ক্যাম্প–২৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৫ নভেম্বর (বুধবার)। দিনব্যাপী এ কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের শাবিপ্রবি শাখার সভানেত্রী আমিনা বেগম।
ছাত্রীসংস্থার পক্ষ থেকে জানানো হয়, দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে শিক্ষার্থীদের জন্য থাকবে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক কার্যক্রম। এর মধ্যে রয়েছে— ব্লাড গ্রুপিং, রক্তচাপ পরিমাপ, উচ্চতা ও ওজন নির্ণয়, মানসিক স্বাস্থ্য সচেতনতা, ব্রেস্ট ও সার্ভিক্যাল ক্যান্সার বিষয়ক সচেতনতা কার্যক্রম।
ক্যাম্পে অংশগ্রহণকারী নারী শিক্ষার্থীদের জন্য থাকবে একাধিক বিশেষ স্টল, যেমন— ফ্রি ওষুধ কর্নার, প্রকাশনা কর্নার, মেহেদী কর্নার, টুকিটাকি কর্নার এবং বুটিক কর্নার।
শুধু স্বাস্থ্যসেবাই নয়, দিনব্যাপী আয়োজনে থাকবে নাটিকা, গীতি আলেখ্য ও রম্য বিতর্কসহ কালচারাল সেগমেন্ট, যা অংশগ্রহণকারীদের সৃজনশীলতা ও মানসিক প্রশান্তি বৃদ্ধিতে সহায়ক হবে বলে জানিয়েছে সংগঠনটি।
সভানেত্রী আমিনা বেগম বলেন,“পরিবার থেকে দূরে ক্যাম্পাস জীবনের ব্যস্ততা, ক্লাস ও একাডেমিক চাপের মধ্যে অনেক সময় আমরা নিজের শারীরিক ও মানসিক সুস্থতার দিকটি অবহেলা করি। অথচ একজন সুস্থ, প্রশান্ত ও ইতিবাচক মননশীল মানুষই সমাজ ও জাতির প্রকৃত সম্পদ হতে পারে। আমাদের লক্ষ্য হলো ছাত্রীদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, মানসিক ভারসাম্য রক্ষা এবং আত্ম-যত্নের সংস্কৃতি গড়ে তোলা।”
“এই আয়োজনের মাধ্যমে নারী শিক্ষার্থীরা পাবেন বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, মানসিক স্বাস্থ্য বিষয়ে পরামর্শ এবং নারী স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির সুযোগ।”

ডিএস/এমসি

Explore More Districts