সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে বিদেশে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার ‘শাবি স্পিকার হান্ট ৪.০’। সিলেটের বিখ্যাত আন্তর্জাতিক উচ্চশিক্ষা পরামর্শ দাতা প্রতিষ্ঠান এডুফ্যাক্স গ্লোবালের আয়োজনে এ সেমিনারের রেজিষ্ট্রেশন চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত।
সোমবার (২৩ নভেম্বর)দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হবে।
দুই ঘণ্টা ব্যাপী এই আয়োজনে থাকবে বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত তথ্যবহুল আলোচনা, ভিসা ও আবেদন প্রক্রিয়া সম্পর্কিত প্রয়োজনীয় নির্দেশনা এবং শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ প্রশ্ন-উত্তর পর্ব।
টাইটেল স্পন্সর হিসেবে প্রতিষ্ঠানটি সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে মূল্যবান পরামর্শ ও নির্দেশনা দেবে।
জানা যায় সেমিনারের প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে ০৯ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলমান রেজিস্ট্রেশন রাউন্ডে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো রয়েছে । রেজিস্ট্রেশনের পাশাপাশি চলছে গেম জোন কার্যক্রম, যেখানে শিক্ষার্থীরা অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন আকর্ষণীয় উপহার জেতার সুযোগ পাচ্ছে।
উল্লেখ্য,এডুফ্যাক্স গ্লোবাল দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার আবেদন, ই-ভিসা ও ইএপি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সফলভাবে সহায়তা করে আসছে।

