শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার আর্ন্তজাতিক মাতৃভাষা ও জাতীয় শহিদ দিবস উদযাপন

শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার আর্ন্তজাতিক মাতৃভাষা ও জাতীয় শহিদ দিবস উদযাপন

শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা আজ সোমবার সকাল ০৯টায় শাপলা এর রাজশাহীস্ত বনলতা আবাসিকে সংস্থার প্রধান কার্যালয় (এনেক্স-০১) আর্ন্তজাতিক মাতৃভাষা ও জাতীয় শহিদ দিবস উদযাপন করা হয়।

সংস্থার সমন্বয়কারী প্রশাসন জনাব মোঃ মাহবুব হোসেন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ মোহসিন আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক জনাব মোঃ আজহারুল ইসলাম  সহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

এর আগে সকাল ০৭:৩০ টায় মোহনপুর উপজেলা শহীদ মিনারে সংস্থার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ০৮:০০ টায় প্রধান কার্যালয় থেকে স্টাফদের সমন্বয়ে একটি বিশাল র‌্যালি বের হয়ে রাজশাহী কলেজ এর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর পরে প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে, জাতীয় সঙ্গীত, এক মিনিট নীরবতা পালন, দিবস সম্পর্কিত আলোচনা এবং সবশেষে সংস্থার সকল স্টাফদের সমন্বয়ে ভাষা শহীদদের জন্য গান ও দেশের গান ও নাচ এর মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Explore More Districts