শান্ত-জাকেরের ব্যাটে টেনেটুনে ২৩৬ বাংলাদেশের – DesheBideshe

শান্ত-জাকেরের ব্যাটে টেনেটুনে ২৩৬ বাংলাদেশের – DesheBideshe

শান্ত-জাকেরের ব্যাটে টেনেটুনে ২৩৬ বাংলাদেশের – DesheBideshe

আবুধাবি, ২৪ ফেব্রুয়ারি – চ‍্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে ভারত গতকাল জয় পাওয়ায় বাংলাদেশের জন্য আজ বাঁচা-মরার ম্যাচ। কারণ আজ নিউজিল্যান্ডের কাছে হারলেই পাকিস্তানের মতো বাংলাদেশকেও বাড়ির টিকিট কাটতে হবে। জিতলে সুযোগ থাকবে সেমিফাইনালে যাওয়ার।

এমন সমীকরণের ম্যাচে আগে ব্যাটিং করে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ফিফটিতে ৯ উইকেটে ২৩৬ রান করেছে বাংলাদেশ।

রাওয়ালপিন্ডিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিলেন তানজিদ হাসান তামিম ও শান্ত। দুজনে মিলে উদ্বোধনী জুটিতে ৪৫ রান তোলেন। তানজিদ তামিম ২৪ রানে মিচেল ব্রেসওয়েলের বলে আউট হলে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। দল বড় ধাক্কা খায় মুশফিকুর রহিম ও মাহমুদ উল্লাহ রিয়াদ দায়িত্ব নেওয়ার বিপরীতে অপ্রয়োজনীয় শটে আউট হলে। দুজনকেই ফিরিয়েছেন ব্রেসওয়েল। মূলত ২৬ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করা অফস্পিনারের ঘূর্ণিতেই গুঁড়িয়ে যায় বাংলাদেশের ব্যাটিং অর্ডার।

মুশফিকের ২ রানের বিপরীতে ৪ রানে আউট হন চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথম ম্যাচ খেলতে নামা মাহমুদউল্লাহ। বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ব্যাটারের আগে আউট হয়েছেন মেহেদী হাসান মিরাজ ও তাওহিদ হৃদয়। ১৩ রান করা মিরাজের বিপরীতে ৭ রানে আউট হয়েছেন ভারতের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করা হৃদয়।

সতীর্থরা আসা-যাওয়ার মধ্যে থাকলেও নেতৃত্বের দায়িত্ব পালন করেন শান্ত। এক প্রান্ত আগলে রেখে দলের রান বাড়ানোর কাজ করেন বাংলাদেশ অধিনায়ক।

আউট হওযার আগে খেলেছেন ৭৭ রানের ইনিংস। ১১০ বলের ধীরগতির ইনিংসটি সাজিয়েছেন ৯ চারে। তার আউটের পর দলকে আড়াই শ ছুঁই ছুঁই স্কোর এনে দেন জাকের আলী অনিক। ভারতের বিপক্ষে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ৬৮ রান করা উইকটরক্ষক-ব্যাটার আজ কিউইদের বিপক্ষে করেছেন ৪৫ রান। রানআউট হওয়ার আগে ইনিংসটিতে হাঁকান ৩ চার ও ১ ছক্কা। মাঝে ২৫ বলে ২৬ রানের ইনিংস খেলে অবদান রাখেন রিশাদ হোসেনও।

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ২৪ ফেব্রুয়ারি ২০২৫



Explore More Districts