শান্তিগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

শান্তিগঞ্জে গাঁজাসহ দুই   মাদক কারবারি গ্রেফতার

শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জে থানা পুলিশের তল্লাশী অভিযানে ৩৫ কেজি গাঁজা এবং মাদক পাচারের কাজে ব্যবহৃত প্রাইভেট কারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী (২২) হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার নয়ানী গ্রামের আকবর আলীর ছেলে ও অপরজন মো. জসিম উদ্দিন (২১) একই উপজেলার ডিমাগুরুন্ডা গ্রামের মো. আব্দুল্লাহের ছেলে। অভিযুক্ত দুই জন মাদক কারবারী বলে জানিয়েছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৮ জুলাই) ভোর রাতে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরীর নেতৃত্বে ও সহকারি উপ পরিদর্শক (এএসআই) আব্দুল ওয়াদুদ ও রিপন মিয়ার যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে শান্তিগঞ্জ থানা এলাকার পাশ্চিম পাগলা ইউনিয়নের বাগেরকোনা গ্রামে মোকাম বাড়ীর সংলগ্ন আব্দুল মতলিবের দোকানের সামনে সিলেট—সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপর সুনামগঞ্জ অভিমুখী একটি পুরাতন প্রাইভেট কার (ঢাকা মেট্রো—গ—১৩—০৬৯৫) দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় ঐ গাড়িটি আটক করে পুলিশ। তখন প্রাইভেট কারে থাকা গাড়ী চালক ও এক যাত্রী পালিয়ে যাওয়ার চেষ্টা কালে থানা পুলিশ তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এসময় থানা পুলিশ প্রাইভেট কারের পিছনের বনেট খুলে ২টি পাটের বস্তায় ১ কেজি করে নীল পলিথিনে মোড়ানো ৩৫ কেজি গাঁজা উদ্ধার করেন। যার আনুমানিক মুল্য ৫ লক্ষ ২৫ হাজার টাকা।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Explore More Districts