শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে টঙ্গী পূর্ব থানা যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল – Daily Gazipur Online

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে টঙ্গী পূর্ব থানা যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল – Daily Gazipur Online

অলিদুর রহমান অলি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে টঙ্গী পূর্ব থানা যুবদলের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
রবিবার (১ জুন) দুপুরে মধুমিতা এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদ হাসান রাজুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথি শওকত হোসেন সরকার বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেবল একজন রাষ্ট্রনায়ক নন, তিনি ছিলেন একজন আদর্শ দেশপ্রেমিক। তিনি বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি স্থাপন করে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে বর্তমান দুঃশাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।”
অনুষ্ঠানে গাজীপুর মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। বক্তারা শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আন্দোলন জোরদার করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে শহীদ জিয়াউর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email

Explore More Districts