ডেইলি গাজীপুর প্রতিবেদক : সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টারের মাতা ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের দাদি বেগম রোসনেতুন নেছা বার্ধক্যজনিত কারনে শনিবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ….রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।শনিবার বাদ জোহর গাজীপুরের হায়দ্রাবাদ নিজ বাড়ির সামনে মরহুমার জানাজা নামাজ শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
