শহরে এল আবার তারা

শহরে এল আবার তারা

নিজের পালা–পোষা পশু কোরবানি করাই সর্বোত্তম। সে সুযোগ-সামর্থ্য মুষ্টিমেয় কিছু মানুষেরই আছে। বৃহত্তর কোরবানিদাতাদের ভরসা ওই ‘বিরাট গরু-ছাগলের হাট’। এখন রাজধানীর বছিলা, রায়েরবাজার এলাকার বেশ কয়েকটি হাটের তোরণ ও ব্যানারে অবশ্য ‘কোরবানির পশুর বিরাট হাট’ লেখনীও চোখে পড়েছে। হাটে পশুর সঙ্গে তাদের উপাদেয় খাবারের পসরাও আছে। ছাগলের প্রিয় কাঁঠালপাতা। গরু-মহিষের পছন্দ সতেজ ঘাস, পরিষ্কার বিচালি। বিশেষ পানীয় তৈরির জন্য আছে বিভিন্ন শস্যের ভুসি, চিটাগুড়। এখন তো ফাস্ট ফুডের জমানা। গবাদিপশুই-বা বাদ যাবে কেন? অতএব তাদের জন্যও আছে কারখানায় উৎপাদিত উপাদেয় খাবার।

ঈদে সাজসজ্জার একটা ব্যাপার থাকেই। কোরবানির পশুদের জন্যও তা প্রযোজ্য। প্রতিটি হাটেই রয়েছে পশুদের অলংকারের দোকান। সেখানে বিকাচ্ছে রঙিন দড়ি, কাগজের ফুল, কাপড়ের ঝালর, জরির মালা, শিং সাজানোর রাংতা, টিকলির মতো কপালে আটকে রাখার নকশা—এমন আরও কত কী!

Explore More Districts