স্টাফ রিপোর্টার : জামালপুর শহরের বকুলতলা বয়েজ ক্লাবের স্যুভেনির বন্ধন এর মোড়ক উন্মোচন করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা ৭ টায় জামালপুর পাবলিক লাইব্রেরী প্রাঙ্গনে বকুলতলা বয়েজ ক্লাবের বার্ষিক মিলনমেলা উপলক্ষে এক আলোচনা সভা ও ক্লাবের স্যুভেনির বন্ধন এর মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্ধন এর মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও ক্লাবের সভাপতি এ আর এম আলিফ সুমন। এ সময় অনান্য অতিথির মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্যুভেনির সম্পাদক বিশিষ্ট কবি তারিকুল ফেরদৌস, উপদেষ্টা শাফি কামাল চৌধুরী, নুরুল মোমেন আকন্দ কাওসার, সিনিয়র সহ সভাপতি আরিফ আহাম্মদ শুভ, সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম অর্ণব সহ আরো অনেকে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও ঐ দিন সকালে ফ্রি মেডিকেল ক্যাম্প ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ, বিকালে বকুলতলা থেকে তমালতলা পর্যন্ত শোভাযাত্রা করা হয়।