শহরের প্রতাপ সাহা রোডের দুরবস্থার পরিদর্শনে জেলা প্রশাসক

শহরের প্রতাপ সাহা রোডের দুরবস্থার পরিদর্শনে জেলা প্রশাসক

চাঁদপুর শহরের দীর্ঘদিনের অবহেলিত প্রতাপ সাহা রোডের দুরবস্থা সরেজমিনে দেখতে গিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

৩ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে তিনি শহরের আলীম পাড়া প্রতাপ সাহা রোড এলাকার বিভিন্নস্থান ঘুরে ঘুরে পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর প্রশাসক গোলাম জাকারিয়া, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সড়কটির খানা-খন্দ, কাদা-পানি জমে থাকা স্থান এবং খোলা ড্রেনের সমস্যাগুলো ঘুরে ঘুরে দেখেন। তিনি স্থানীয়দের কাছে সরাসরি ভোগান্তির কথা শোনেন এবং সড়ক সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

এলাকাবাসী জানান, কয়েক যুগ ধরে প্রতাপ সাহা রোড সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্রতিশ্রুতি পেলেও কাজ হয়নি। এই সড়কটি সংস্কার হলে শহরের যানজট অনেকাংশে কমবে এবং চলাচল সহজ হবে বলে তাদের প্রত্যাশা।

উল্লেখ্য : এক দেড় মাস পূর্বে ‘চাঁদপুর টাইমসে’ শহরের সবচেয়ে অবহেলিত প্রতাপসাহ রোড।। কয়েক যুগেও হয়নি সংস্কার শিরোনামে একটি স্বচিত্র সংবাদ প্রকাশিত হয়। তারই প্রেক্ষিতে এবং স্থানীয়দের আবেদনের জন্য তিনি স্বশরীরে এ পরিদর্শনে যান।

প্রতিবেদক: কবির হোসেন মিজি/ ৩ সেপ্টেম্বর ২০২৫

Explore More Districts