শরীয়তপুরে শ্রমিক সংকটে কৃষকের ধান কাটছে যুবলীগের নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার ॥ করোনাকালীন সময়ে অন্য জেলা থেকে শ্রমিক না আসতে পারায় শরীয়তপুরের বিভিণ্ন উপজেলায় ধান কাটা শ্রমিকের তীব্র সংকট দেখা দিয়েছে। কৃষকের এই ইরি-বোরো মৌসুমে ধান কাটা শ্রমিক সংকট মুহুর্তে জেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও কৃষকলীগের নেতাকর্মীরা জেলার বিভিণ্ন স্থানে কৃষকের ক্ষেতের পাকা ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বুধবার সকালে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নেতৃত্বে জেলা যুবলীগের উদ্যেগে সদর উপজেলার খায়ের চর গ্রামে কৃষকের ধান কাটা ও মাড়াই করে বাড়ি পৌঁচ্ছে দেয়ার কর্মসূচি পালন করা হয়েছে। সকাল ১০টায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সাংসদ ইকবাল হোসেন অপু সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের খায়ের চর গ্রামের আবু তালেব খান, মনির তালুকদার, সজল তালুকদারের ক্ষেতের পাকা ধান কেটে বাড়ি পৌঁচ্ছে দিয়েছেন। এসময় ধানকাটা কর্মসূচিতে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন শরীয়তপুর পৌরসভা মেয়র পারভেজ রহমান জন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এম এম জাহাঙ্গীর, পৌরসভার পেনেল মেয়র বাচ্চু বেপারী, সদর উপজেলা যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন দিপু মিয়া, সাধারণ সম্পাদক হোসেন সরদার, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু, পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জিল্লুর রহমান সবুজ, জেলা ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান শাওন প্রমুখ।

Explore More Districts