শরণখলায় কচুরিপানা পরিষ্কার না করায় স্বাস্থ্য ঝুঁকিতে হাজারো মানুষ

শরণখলায় কচুরিপানা পরিষ্কার না করায় স্বাস্থ্য ঝুঁকিতে হাজারো মানুষ

শরণখলায় কচুরিপানা পরিষ্কার না করায় স্বাস্থ্য ঝুঁকিতে হাজারো মানুষ

বাগেরহাটের শরণখোলায় কচুরিপানার কারণে খালের পানি কালো ও দুর্গন্ধযুক্ত হয়ে স্বাস্থ্য ঝুঁকিতে কয়েকটি গ্রামের মানুষ। শরণখোলা উপজেলা পরিষদের সামনে রায়েন্দা খালের কচুরিপানা দীর্ঘদিন পরিষ্কার না করায় পানি দুষিত হয়ে ডায়রিয়া, চর্ম, সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে এলাকাবাসী। এ খালের সাথে সংযুক্ত কয়েকটি খালেরও একই অবস্থা। খালটি রায়েন্দা স্লুইচ গেট থেকে প্রবাহিত হয়ে রায়েন্দা, খোন্তাকাটা ও ধানসাগর ইউনিয়নের প্রায় ২৮ কিলোমিটার জায়গা জুড়ে একই অবস্থা।

এলাকাবাসীর কাছে জানা যায় কচুরিপানা পচে খালের পানি কালো ও দুর্গন্ধযুক্ত হওয়ায় দীর্ঘ বছর এভাবেই তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং এ দূষিত পানি ব্যবহার করে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। তাদের দাবী অতি দ্রুত জন-দুর্ভোগ নিরসনে কচুরিপানা অপসারণ করা হোক।

এ বিষয় জানতে চাইলে ২নং খোন্তাকাটা ইউনিয়নের চেয়ারম্যান জাঁকির হোসেন খান মহিউদ্দিন বলেন, দ্রুত কচুরিপানা অপসারণ করা না হলে ডায়রিয়া, চর্ম ও ডেঙ্গু রোগে আক্রান্ত হবে এলাকাবাসী।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, কচুরিপানা অপসারণের একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অতি দ্রুত কার্যক্রম শুরু করা হবে।

Explore More Districts