‘শয়তানের নিশ্বাস’ চক্রের কবলে পড়ে পেনশনের টাকা খোয়ালেন বৃদ্ধ – Chittagong News

‘শয়তানের নিশ্বাস’ চক্রের কবলে পড়ে পেনশনের টাকা খোয়ালেন বৃদ্ধ – Chittagong News

পটিয়ায় ‘শয়তানের নিশ্বাস’ চক্রের কবলে পড়ে পেনশনের টাকা খোয়ালেন আহমদ নুর (৮৫) নামে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।

সোমবার (২ জুন) উপজেলার পোস্ট অফিস মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

প্রতারণার শিকার আহম্মদ নূর উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন গ্রামের এখলাছ মিয়া চৌধুরী বাড়ির বাসিন্দা।

জানা গেছে, সোমবার দুপুরে পটিয়া ডাকঘর থেকে পেনশনের টাকা তুলে বের হন আহমদ নুর।

টাকা নিয়ে বের হতেই এক ব্যক্তি আহমদ নুরকে সালাম দিয়ে তার ছোট ছেলের শ্বশুর বাড়ির আত্মীয় সম্পর্কের পরিচয় দেন। কথা-বার্তার এক পর্যায়ে কৌশলে নাকে কিছু ছোঁয়ানোর মাধ্যমে তাকে এক প্রকার তার নিয়ন্ত্রণে নিয়ে নেয়। পরে পাশের একটি বেকারিতে নাস্তা করাতে নিয়ে গেলে তার পকেটে থাকা পেনশনের সাড়ে ১৩ হাজার টাকা নিজ থেকে এ প্রতারককে দিয়ে দেয়। পরে সেখান থেকে ৫০০ টাকার একটি নোট ফেরত দিয়ে কৌশলে ওই স্থান থেকে দ্রুত সটকে পড়েন ওই প্রতারক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সিসিটিভি ফুটেজ থেকে ভিডিও ও বিভিন্ন আলামত সংগ্রহ করে।

পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পটিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ অপরাধী চক্রের সন্ধানে পুলিশ কাজ করছে।

এসসি/সিটিজিনিউজ

Explore More Districts