আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চাঁদপুরের কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে শনিবার দুপুর ২টায় স্থানীয় উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন।
উপজেলা বিএনপি’র সভাপতি মো: খাইরুল আবেদীন স্বপনের সভাপতিত্বে এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপি’র যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারি ইশরাক হোসেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবী, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর অধ্যক্ষ মাওলানা শাহ নেসারুল হক ও ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এডভোকেট মাওলানা কাজী আবুল হোসেন। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করবেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুবাস ও কচুয়া উপজেলা উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মো: ইউসুফ মিয়াজী।
উক্ত সমাবেশে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের দলে দলে যোগদান করতে বিশেষভাবে অনুরোধ করেছেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২১ নভেম্বর ২০২৫
