#কিয়েভ: যুদ্ধের ময়দানে দেশের প্রতিটা সৈন্য দেশের জন্য আত্মবলিদান দিতে বদ্ধপরিকর থাকে৷ প্রাণ দেওয়ার প্রশ্ন কোনও ভাবনা চিন্তা ছাড়াই করে দিতে পারেন তাঁরা৷ রাশিয়া ইউক্রেনের (Ukraine , Russia) ওপর হামলা চালানোর পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ বেধে গেছে৷ রাশিয়া বনাম ইউক্রেন লড়াইতে (Ukraine and Russia War) এক সেনার কীর্তি এখন দেশের সীমা ছাড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে৷ তার বীরগাথা একেবারে নাড়িয়ে দিয়েছে সকলকে৷ শত্রুপক্ষ রাশিয়ার ট্যাঙ্কে ভিতরে হুড়মুড়িয়ে ঢুকছে দেখে তার গতি আটকাতে ব্রিজের সঙ্গে নিজেকে (Ukraine soldier) আটকে গায়ে মাইন বেঁধে ক্রিমিয়ায় উড়িয়ে দিলেন ব্রিজ৷
ইউক্রেন সেনার (Ukraine Soldier) খবর অনুসারে রাশিয়ার ট্যাঙ্ক আক্রমণ করে৷ তখন মেরিন ব্যাটালিয়ানের ইঞ্জিনিয়ার বিটালি স্কাকুন বোলিডিমিরোভিচকে দক্ষিণ প্রান্তের খেরসনের হেনিচেস্ক পুলে মোতায়েন করা হয়৷ ইউক্রেনের (Ukraine) সেনা দ্বারা জারি করা বয়ান অনুযায়ি হামলার সময় সেনা সিদ্ধান্ত নেয় রুশ ট্যাঙ্ককে আটকানোর একমাত্র উপায় পুল উড়িয়ে দেওয়া৷ এরপর বোলিডিমিরোভিচ নিজের ইচ্ছায় এই কাজকে বাস্তবতা দেওয়ার সিদ্ধান্ত নেন৷
আরও পড়ুন – War in Ukraine: পুরো অ্যাপার্টমেন্টে একা রয়েছেন ভারতীয় চ্যাম্পিয়ন, বুঝছেন না কি হবে
দেখে নিন বোলিডিমিরোভিচ শরীরে মাইন বেঁধে ব্রিজ উড়িয়ে দেওয়ার পর ব্রিজের অবস্থার ভাইরাল ভিডিও (Viral Video)৷
Ukraine
A HERO Ukrainian soldier blew himself up to destroy a bridge and stop Russian forces from storming in from Crimea.
Ukrainian Generals hailed the sacrifice of Vitaly Skakun Volodymyrovych for halting a column of Russian tanks at Henichesk, in the southern Kherson region. pic.twitter.com/2Y7u4Fffol
— TRAITORS JOE BIDEN& KAMALA HARRIS MUST BE EXECUTED (@Vladimi81231035) February 25, 2022
বোলিডিমিরোভিচ ব্লাস্ট করার আগেই নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে তিনি আর সুরক্ষিত ভাবে ফিরে আসতে পারবেন না৷ আর ব্লাস্টে তিনি শহিদ হয়ে যাবেন৷ বিটালি স্কাকুনের এই বলিদানের কারণে রুশ (Russia) সেনার আগ্রাসী ট্যাঙ্কার নিয়ে আসার লম্বা পথ নিতে বাধ্য হয়৷ যার ফলে ইউক্রেন সেনা প্রত্যুত্তর দেওয়ার জন্য নিজেদের হাতে আরও একটু বেশি সময় পান৷
আরও পড়ুন –Ranji Trophy: সন্তানের শব সবচেয়ে ভারী, কন্যাসন্তানের শেষকৃত্য করে রনজিতে শতরান বিষ্ণু সোলাঙ্কি
ইউক্রেনের এক সেনার (Ukraine Soldier) বয়ান অনুযায়ি দেশের জন্য এই মুশকিল সময় যখন ইউক্রেনের (Ukraine) নাগরিকরা রুশ সেনার কব্জা জমানোর কারণে পালাতে বাধ্য হচ্ছে৷ এই অবস্থায় ইউক্রেনের ইউক্রেনের জন্য সবচেয়ে কঠিন স্থান ক্রিমিয়া ছিল৷ তাই রুশ সেনাদের আটকানোর জন্য ব্রিজ উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷
সেনাদের সিদ্ধান্ত অনুযায়ি এই মুশকিল কাজকে পরিণতি দেওয়ার জন্য মেরিন ব্যাটালিয়নদের ইউক্রেন সেনা স্কাকুন বিটালি বোলিডিমিরোভিচকে ডাকা হয়৷ এই সময়ে পুল উড়িয়ে দিতে যায় এবং বেরিয়ে আসার সময় সে পায়নি এবং ধামাকা হয়ে যায়৷ ইউক্রেন সেনা জানিয়েছে বাহাদুর ভাই মারা গিয়েছেন৷ তাঁর এই বীরত্বের কারণে রুশ সেনার দখলের গতি অনেকটাই ধীর গতির হয়ে যায়৷
Published by:Debalina Datta
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।