ল্যাথামের দ্বি-শতক, কনওয়ের শতক; এবাদতের জোড়া আঘাত

ল্যাথামের দ্বি-শতক, কনওয়ের শতক; এবাদতের জোড়া আঘাত

দ্বিতীয় দিন প্রথম সেশনে শতক হাঁকানোর পর রান আউট হয়েছেন ডেভন কনওয়ে। দ্বি-শতক হাঁকিয়ে ক্রিজেই আছেন টম ল্যাথাম। সকালের সেশনে এবাদত হোসেন দুইটি ও শরিফুল ইসলাম একটি উইকেট নিয়েছেন।

আমরা সবুজ উইকেটে খেলে অভ্যস্ত রনকি
টম লাথাম। ছবি : গেটি ইমেজস

৯৯ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নামেন কনওয়ে। দিনের শুরুতেই তিনি পান শতকের দেখা। তবে আর বেশি দূর যেতে পারেননি। মেহেদী হাসান মিরাজের থ্রোতে রান আউট হয়ে থামেন ১০৯ রানে। কনওয়ের ১৬৬ বলের ইনিংসে ছিল ১২ চার ও এক ছক্কা।

Advertisment

কনওয়ে ফেরার পর ল্যাথামের সাথে জুটি গড়েন রস টেলর। ৩৯ বলে ২৮ রান করা টেলরকে শিকার করেন এবাদত। শরিফুলের হাতে ক্যাচ দেন টেলর। হেনরি নিকোলসকেও শিকার করেন এবাদত। উইকেটরক্ষক নুরুল হাসানের হাতে ক্যাচ দিয়ে রানের খাতা খোলার আগেই বিদায় নেন নিকোলস।

এবাদত যে ভালো বোলার তা আজ প্রমাণ করেছে লিটন
এবাদত হোসেন

মধ্যাহ্ন বিরতির ঠিক আগে ড্যারিল মিচেলকে শিকার করেন শরিফুল। মিচেলও সোহানের তালুবন্দী হন। ৫ উইকেটে ৪২৩ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় নিউজিল্যান্ড। ২১৫ রানে অপরাজিত আছেন ল্যাথাম।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড ৪২৩/৫ (১১২.৪ ওভার)
ল্যাথাম ২১৫*, কনওয়ে ১০৯, ইয়ং ৫৪, টেলর ২৮;
এবাদত ২/১৪৩, শরিফুল ২/৬৯।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

বিডিক্রিকটাইমের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।

Explore More Districts