লো স্কোরিং ম্যাচে ঢিমেতালে ব্যাট করছে ইংলিশ যুবারা

লো স্কোরিং ম্যাচে ঢিমেতালে ব্যাট করছে ইংলিশ যুবারা

ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৯৭ রানে অলআউট হয়েছে বাংলাদেশের যুবারা। লো স্কোরিং ম্যাচটিতে ঢিমেতালে ব্যাট করে শেষ খবর পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ১৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩২ রান। জয়ের জন্য এখনও ইংল্যান্ডের দরকার ৩৫ ওভারে ৬৬ রান।

সেন্ট কিটস অ্যান্ড নেভিসের বাসটিয়ারে টস জিতে ব্যাট করতে নামে বর্তমান যুব বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে ইংলিশ পেসারদের তোপের মুখে সুবিধা করতে পারেনি যুব টাইগাররা। বাঁহাতি পেসার জশুয়া বয়ডেন একাই ধস নামান। এই পেসার একাই তুলে নেন ৪ উইকেট। ৫১ রানে নবম উইকেট পড়ার পর শেষ উইকেটে ৪৬ রানের জুটি গড়ে নাইমুর রহমান ও রিপন মন্ডল বাঁচান বাংলাদেশের মান। রিপন মন্ডল করেন ৩৩ রান।

আরও পড়ুন: কাজের প্রতি ভিরাটের সততা, নিষ্ঠা ও ভালোবাসায় গর্বিত আনুশকা

বাংলাদেশের সামান্য টার্গেট সামনে রেখে ধীরেসুস্থেই ব্যাটিং শুরু করে ইংল্যান্ড। ব্যক্তিগত ১৫ রান করে রিপন মণ্ডলের বলে আউট হন ওপেনার জর্জ থমাস। এরপর ইংলিশ অধিনায়ক টম প্রেস্টকে সাজঘরে পাঠান টাইগার অধিনায়ক রাকিবুল হাসান। এখন ব্যাট করছেন জ্যাকব বেথেল ও জেমস রিউ।

আরও পড়ুন: হোবার্টেও হেরে অ্যাশেজ থেকে শূন্য হাতে ফিরলো ইংল্যান্ড

Explore More Districts