লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা প্রথম আলোকে বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার উজ্জ্বল শেখকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত নয়জন গ্রেপ্তার হলেন। এ ছাড়া হামলার পর দিঘলিয়া গ্রামে গরু চুরির ঘটনায় আজ থানায় মামলা হয়েছে। আটক আরজ মোল্লাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়ার জেরে ১৫ জুলাই সন্ধ্যার পর দিঘলিয়ায় কয়েকটি দোকান ভাঙচুর ও একটি বাড়িতে অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ লোকজন। তখন একটি মন্দির ভাঙচুর করা হয়। হামলা হয় পারিবারিক মন্দিরেও। এর আগে ফেসবুকে পোস্ট দেওয়া অভিযুক্ত তরুণের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন তাঁরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিপেটা করে ও ফাঁকা গুলি ছোড়ে। রাত সাড়ে নয়টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।