লোহাগাড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা – দৈনিক আজাদী

লোহাগাড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা – দৈনিক আজাদী

চট্টগ্রামের লোহাগাড়ায় কালী মন্দিরে গিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে জামায়াত।

শুক্রবার উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি কালী মন্দিরে উপস্থিত হয়ে সবধরনের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতার ঘোষণা দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা মাস্টার সুনীল বিএসসি, মাস্টার সুজিৎ পাল, সুভাষ চন্দ্র নাথ, শিবুরঞ্জন পাল, প্রসেনজিৎ পাল, সভাপতি ডা. রিটন দাশ, সহসভাপতি মৃনাল দাশ মিলন, নরেন দাশ, সাধারণ সম্পাদক বাবলু শংকর নাথ, ডা. সুকুমার নাথ, খোকন সুশীল, রনজিৎ দাশ নটু, ডা. এধু কান্তি দাশ, ডা. শ্যামল সিকদার ও প্রদীপ দাশ প্রমুখ।

এছাড়াও লোহাগাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারি মাওলানা আবুল কালাম, আমিরাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান কাজী মাওলানা নুরুল আলম চৌধুরী, কলাউজানের সাবেক চেয়ারম্যান মাওলানা ইদ্রিস, অধ্যক্ষ মাওলানা আ ন ম নোমান, অধ্যাপক মোহাম্মদ হাসান, মাস্টার মোবারক আলীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলন।

এসময় বক্তারা হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির রক্ষা করা, হিন্দুদের নিরাপত্তা বিধান করাসহ সার্বিক সহযোগিতা করার অঙ্গিকার ব্যক্ত করেন।

Explore More Districts