লোহাগাড়ায় হাসপাতালের অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, কর্মচারী দগ্ধ – দৈনিক আজাদী

লোহাগাড়ায় হাসপাতালের অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, কর্মচারী দগ্ধ – দৈনিক আজাদী

চট্টগ্রামের লোহাগাড়ায় মা ও শিশু হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারে মিটার লাগাতে গিয়ে বিষ্ফোরণে দগ্ধ হয়েছেন নজরুল (৩৩) নামে এক হাসপাতালের কর্মচারী।

শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।

দগ্ধ নজরুল সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের মো. সৈয়দ আহদের ছেলে এবং লোহাগাড়া মা ও শিশু হাসপাতালের একজন সিনিয়র সুপার ভাইজার বলে জানা গেছে।

লোহাগাড়া মা ও শিশু হাসপাতালের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) নোমান জানান, হাসপাতালের দ্বিতীয় তলায় অক্সিজেন খালি হওয়া সিলিন্ডারে মিটার লাগাতে গিয়ে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনা হওয়ার সাথে সাথে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা দগ্ধ নজরুলকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আহত সুপারভাইজার নজরুল ইসলামের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষ গ্রহণ করবেন বলেও জানান তিনি।

Explore More Districts